ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপনডেন্ট,লালমনিরহাট।
উৎপাদনশীলতায় সর্বোচ্চ উৎকর্ষ সাধন।
অভিলক্ষ্য (Mission) বিষয়ে প্রধান সেমিনারে আসা উদ্যোক্তাদের মাঝে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,শিল্প মন্ত্রণালয় এনপিও (গবেষণা) পরিচালক মুহাম্মদ আরিফুজ্জামান।তিনি বলেন উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কারখানা ও সেবা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ,পরামর্শ, গবেষণা,কারিগরি সহায়তা ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে দ্রব্য/সেবার উৎপাদন বৃদ্ধি,দক্ষ জনবল তৈরি ও কর্ম পদ্ধতির উন্নয়ন দেশ ও জাতির জন্য এ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, শিল্প মন্ত্রণালয়ের ১২টি সেক্টর,কৃষি শিল্প সেক্টর।ক্ষুদ্র ও কুটির শিল্প সেক্টর। পরিবহন, যোগাযোগ ও পর্যটন শিল্প সেক্টর। রসায়ন ও ট্যানারী এন্ড লেদার শিল্প সেক্টর শিল্প সেক্টর।ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন সেক্টর।বস্ত্র ও গার্মেন্টস শিল্প সেক্টর। আইটি শিল্প,শিক্ষা এবং স্বাস্থ্য সেক্টর।প্রকৌশল শিল্প সেক্টর। হোটেল এন্ড রেস্টুরেন্ট শিল্প সেক্টর।পানি, গ্যাস ও বিদ্যুৎ। চিনি ও খাদ্য শিল্প সেক্টর এবং ফিস প্রসেসিং সেক্টর।পাট শিল্প সেক্টর।
অদ্য বুধবার ১৩ ই নভেম্বর সকাল ১০ থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে লালমনিরহাট সাধারণ পাঠাগারে আরোব এগ্রো'র ব্যবস্থাপনা পরিচালক, লালমনিরহাট এনামুল হক টিপু'র উপস্থাপনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিসিক শিল্পনগরী লালমনিরহাট মেসার্স সালাম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান।এ সময় শিল্প মন্ত্রণালয় কর্মকর্তাদের উপস্থিতিতে স্বাগত বক্তব্য দেন বিসিক ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় (এনপিও) এর গবেষণা কর্মকর্তা আব্দুল্লাহ আল যোবায়ের,গবেষণা কর্মকর্তা মোঃ রিপন মিয়া,পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী মোঃ লিমন লাবু,শিল্প নগরী কর্মকর্তা,(বিসিক) উত্তম কুমার রায় প্রমূখ।অংশগ্রহণকারী ৬০ জন উদ্যোক্তা বিভিন্ন দিকনির্দেশনা বিষয়ে মনোযোগ সহকারে তা শ্রবণ করেন।