জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনার ১১ বছর পর ৩জনকে গ্রেফতার করেছে র্যাব।তাদের প্রত্যেককে ৬দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোম ও মঙ্গল ৯ ও ১০ ই সেপ্টেম্বর ২দিন নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।গ্রেফতারকৃত আসামীরা হলেন মামুন, শরীফ ও কাজল।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ আসামিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব)-১১ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ত্বকী হত্যাকাণ্ডে জড়িত ৩জনকে গ্রেফতার করা হয়েছে।২০১৩ ইং সালের ৬ ই মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে।এরপর ৮ ই মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের বাবা রফিউর রাব্বী বাদী হয়ে সদর থানায় মামলা করেন।