বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগদান উপলক্ষে চলতি মাসের শেষের দিকে নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।তিনি নিউইয়র্ক থেকে ঘুরে আসার পর নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।গতকাল বৃহস্পতিবার ১৯ ই সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।এর আগে বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬টি সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।
ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত ৫ ই সেপ্টেম্বর পদত্যাগ করে বহুল সমালোচিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।বর্তমান কমিশনবিহীন অবস্থায় আছে নির্বাচনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ৬টি সংস্কার কমিশনের বৈঠকের কথা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আজকের বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন ছাড়া ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু করতে পারব না।তাই প্রধান উপদেষ্টা দেশে ফিরে আসার পরপরই নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন আমাদের কর্মকান্ডের মাধ্যমে আপনার বুঝতে পারবেন,শুধু সংষ্কার ভাবনায় নিজেদের আবদ্ধ রাখব না।রিয়েল অ্যাকশন যেটা,সুষ্ঠ অবাধ নির্বাচনের জন্য,রাষ্ট্র সংষ্কারের জন্য,ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যে সমস্ত কাজ রয়েছে,তা পাশাপাশি করতে চাচ্ছি।