ঢাকা | বঙ্গাব্দ

দেশবাসীর কাছে দোয়া কামনা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সামনে একটু ডিফিকাল্ট (কঠিন) সময় পার
  • আপলোড তারিখঃ 01-12-2024 ইং
দেশবাসীর কাছে দোয়া কামনা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছবির ক্যাপশন: দেশবাসীর কাছে দোয়া কামনা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

সামনে একটু ডিফিকাল্ট (কঠিন) সময় পার করতে হবে।আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো জায়গায় এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি।এ জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আজ রবিবার ১ লা ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন  সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে।দেশ ও জাতি এ সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনা সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন।এ ছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে সেনাবাহিনী নিয়োজিত আছে।ইউএন মিশনে বিশ্ব শান্তিরক্ষায়ও সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।ডিজাস্টার রিলিফেও কাজ করেছে সেনাবাহিনী।

তিনি বলেন সবাই একসঙ্গে কাজ করলে ইনশাআল্লাহ দেশের ক্রান্তিলগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব,শান্তি-সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব।বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন আপনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারব না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান,আমাদের পথিকৃৎ।শুধু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেননি,পরবর্তীতে সেনাবাহিনী যখন নতুন ছিল,সৃষ্টি সময় থেকে সেনাবাহিনীতে আপনারা (মুক্তিযোদ্ধারা) অবদান রেখেছেন।আপনাদের অবদানের ফলশ্রুতিতে আমরা সেনাবাহিনী এখানে দাঁড়িয়ে আছি।প্রসঙ্গত অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সাথে কুশল বিনিময় করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ