ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানকে প্রধান অতিথি করে নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি

দীর্ঘ সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি করে নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী
  • আপলোড তারিখঃ 06-08-2024 ইং
তারেক রহমানকে প্রধান অতিথি করে নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি ছবির ক্যাপশন: তারেক রহমানকে প্রধান অতিথি করে নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।


দীর্ঘ সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি করে নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।আগামীকাল বুধবার ৭ আগস্ট দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।অদ্য মঙ্গলবার ৬ ই আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দও বক্তব্য দেবেন।এতে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সবপর্যায়ের নেতাকর্মীকে যোগদানের জন্য অনুরোধ করা হলো। 




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ