ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে,সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানঃ প্রধান উপদেষ্টা

বাংলাদেশ এখন কঠিন সময় পার
  • আপলোড তারিখঃ 04-12-2024 ইং
বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে,সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানঃ  প্রধান উপদেষ্টা ছবির ক্যাপশন: বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে,সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানঃ প্রধান উপদেষ্টা
স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।

বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন সবাইকে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে।অদ্য বুধবার ৪ ঠা ডিসেম্বর রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্রাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে এ কথা বলেন ড.মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে। বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।সবাইকে আরও বেশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন সশস্ত্র বাহিনীর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ সুনাম কুড়িয়েছে। 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ