নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
রাজধানীর মিরপুরের কালশীতে এবার ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে ব্যাটারি চালিত অটো রিকসা চালকরা।অদ্য রবিবার ১৯ ই মে বিকেল সাড়ে চারটার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা।পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান কালশী মোড়ে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে অটোরিকশাচালকরা।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।এর আগে কালশীতে সড়ক অবরোধ করে অটো অটো রিকসা চালকরা রাস্তা অবরোধ করেন।এতে সড়কের দুই দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকা থেকে অটো রিকসা বন্ধ করে দেওয়া হয়।এর প্রতিবাদে অটো রিকসা চালকরা মিরপুর-১০,মিরপুর-১ ও আগারগাঁও এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।অটো রিকসা চালকদের বিক্ষোভে মিরপুরজুড়ে তীব্র যানজট শুরু হয়েছে।ক্রমেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।