ঢাকা | বঙ্গাব্দ

ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

ভোলার তজুমদ্দিনে "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের
  • আপলোড তারিখঃ 09-12-2024 ইং
ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত ছবির ক্যাপশন: ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত
খন্দকার নিরব,করেসপন্ডেন্ট,তজুমদ্দিন,ভোলা। 

ভোলার তজুমদ্দিনে "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্যে  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।অদ্য সোমবার ৯  ই ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটি'র শুভসুচনা করা হয়।এরপর এ উপলক্ষ্যে মানববন্ধন করা হয় এবং বিকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আঃ জলিল।এদিকে একই দিন বিকালে উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া।

এসময় উভয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ ওমর আসাদ রিন্টু।দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা,চাঁদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া, জামাতে ইসলামীর আমির মাওঃ আঃ রব,খেলাফত মজলিস আমির মাওঃ আঃ রাজ্জাক,প্রেসক্লাব যুগ্ম-আহবায়ক সাইদুল হক মুরাদ,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম,সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব,মিডিয়া হাউজের নুরুল আহাদ তাসলিম প্রমূখ।

এসময় বিভিন্ন কাট্যাগরীর ভিত্তিতে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পিয়ারা বেগম,শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সৈয়দা উম্মে কুলসুম,সফল জননী রাহিমা বেগম,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরুকারী লিজা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাশেদা বেগমকে সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিগণ।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ