ঢাকা | বঙ্গাব্দ

কয়লা সংকটের কারণে মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

কয়লা সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীর
  • আপলোড তারিখঃ 02-11-2024 ইং
কয়লা সংকটের কারণে মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ছবির ক্যাপশন: কয়লা সংকটের কারণে মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।   

কয়লা সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটেরই উৎপাদন বন্ধ হয়ে গেছে।১,২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ বিদ্যুৎ কেন্দ্র কবে আবার উৎপাদনে আসতে পারবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।তবে কর্তৃপক্ষ বলছে, নভেম্বরের শেষ দিকে বিদেশ থেকে কয়লা এলে এ সংকটের নিরসন হবে।অদ্য শনিবার ২ রা নভেম্বর কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়  অনিয়ম-দুর্নীতি ও মামলার বেড়াজালে পড়ে বেহাল দশা আওয়ামী লীগ সরকারের আমলে করা ঋণনির্ভর এ মেগা প্রকল্পটির। বিদ্যুৎ উৎপাদনের জন্য এখন পর্যন্ত জাপানের সুমিতমো কর্পোরেশনের মাধ্যমে আনা হয় ২২ লাখ ৫ হাজার টন কয়লা। সেই মজুত পুরোপুরি শেষ হয়ে গেছে।প্রকল্প সংশ্লিষ্টরা জানান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি ৩ বছরের জন্য কয়লা সরবরাহের উদ্দেশ্যে  আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে।কিন্তু সাবেক প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ একটি প্রতিষ্ঠানকে বেআইনি সুবিধা দিতে দরপত্র আহ্বান প্রক্রিয়ায় ১০ মাস দেরি করে বলে অভিযোগ উঠে।ঐ অনিয়মের অভিযোগ তুলে আদালতে অপর ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত জুলাইতে কয়লা আমদানিতে ৬ মাসের নিষেধাজ্ঞা দেয়।সেই আদেশটি পরে উচ্চ আদালতে স্থগিত করা হলেও দীর্ঘমেয়াদে কয়লা আমদানি অনিশ্চয়তার মুখে পড়ে।

মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার বলেন বর্তমানে রক্ষণাবেক্ষণ কাজ এবং কয়লা সংকটের  কারণে গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।সরকারের পক্ষ থেকে সংকট কাটাতে উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী মাসে কেন্দ্রটি আবার চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ