ঢাকা | বঙ্গাব্দ

সেনাসদর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনাসদর
  • আপলোড তারিখঃ 15-09-2024 ইং
সেনাসদর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: সেনাসদর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস
সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করেছেন।অদ্য রবিবার ১৫ ই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান।এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন,স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ),প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অবঃ),মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন,নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান,সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থাসমূহ,বিজিবি,কোস্টগার্ড,আনসার ও ভিডিপি,(র‍্যাব)'র মহাপরিচালকগণ ও সেনাসদরের কর্মকর্তাগণ।

এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয়। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিক নির্দেশনা সমূহ সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ