ঢাকা | বঙ্গাব্দ

আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল এখন স্বাভাবিক

তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের
  • আপলোড তারিখঃ 18-11-2024 ইং
আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল এখন স্বাভাবিক ছবির ক্যাপশন: আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল এখন স্বাভাবিক
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  

তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল এখন স্বাভাবিক হতে শুরু করেছে।কমলাপুর রেল স্টেশন থেকে জানা যায় বিকাল ৪টা ২০ মিনিটে ট্রেন চলাচল আবার শুরু করা হয়েছে।সোমবার ১৮ ই নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে মহাখালী এলাকার রেল লাইনে অবরোধ শুরু করে।এরপরই তিতুমীর কলেজের আর ও একদল শিক্ষার্থী একই দাবিতে মহাখালী আমতলী সড়ক অবরোধ করে রাখে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান প্রায় চার ঘণ্টা অবরোধ করার পর শিক্ষার্থীরা মহাখালী এলাকার রেললাইনের অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।বিকাল ৪টা ২০ মিনিটে দুটি লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ