কে এম সাইফুর রহমান,করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ।
গোপালগঞ্জ জেলা পুলিশের ডিএসবি'তে কর্মরত এস আই সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।অদ্য শনিবার ১৪ ই ডিসেম্বর দুপুর আনুমানিক ২ টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় (জেলা বিএনপি'র সাবেক সভাপতি সিরাজুল ইসলামের বাড়ীর সামনের সড়কে) কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনা স্থলেই নিহত হয়েছেন বলে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
এস আই সাইফুল ইসলাম গোপালগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সহিত তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন।তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার নোকুলহাটি গ্রামে।সে ওই গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।মৃত্যুকালে তিনি স্ত্রী,পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান ও আড়াই মাস বয়সী এক পুত্র সন্তান রেখে গিয়েছেন।সড়ক দুর্ঘটনায় এস আই নিহতের এ বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান।
এদিকে এসআই সাইফুল ইসলামের অকাল মৃত্যুর খবরে গোপালগঞ্জে শোকের ছায়া নেমে আসে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ ও তার মাগফেরাত কামনায় দোয়া করতে দেখা যায়।এস আই সাইফুল ইসলামের অকাল মৃত্যুর খবরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান,জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,প্রেসক্লাব গোপালগঞ্জের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।তার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আরজও করেছেন সকলে।