ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক শের আলী (৫৫) নিহত

ঝিনাইদহে দুই আলমসাধুর (তিন চাকার যানবাহন) মুখোমুখি সংঘর্ষে
  • আপলোড তারিখঃ 04-11-2024 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক শের আলী (৫৫) নিহত ছবির ক্যাপশন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক শের আলী (৫৫) নিহত
বিশেষ প্রতিনিধি,ঝিনাইদহ। 

ঝিনাইদহে দুই আলমসাধুর (তিন চাকার যানবাহন) মুখোমুখি সংঘর্ষে একটির চালক শের আলী (৫৫) নিহত হয়েছেন।অদ্য সোমবার ৪ঠা নভেম্বর ভোরে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকার ঘোষপাড়ায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শের আলী ঝিনাইদহ শহরের কাঞ্চন নগর এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান সোমবার ভোরে শের আলী আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঘোষপাড়ায় আরেকটি আলমসাধুর সাথে শের আলীর আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন শের আলী। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ