বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
গতকাল ২৭ শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় পুরান বাজার ডিগ্রী কলেজে ৯ম বার্ষিকী ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানে পতাকা উত্তলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবীদ,আলহাজ্ব মোশাররফ হোসাইন।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।উদ্বোধনী বক্তব্যে আলহাজ্ব মোশাররফ হোসাইন বলেন আমি ততক্ষণ বেঁচে থাকতে চাই যতক্ষণ মানুষের কল্যাণে কাজ করতে পারি।আমি যখন পরিবর্তন হবো,তখন এলাকা পরিবর্তন হবে।এলকা পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে।সমাজ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে।দেশ পরিবর্তন হলে জাতি পরিবর্তন হবে।আজ থেকে আমি ও স্কাউট পরিবারের একজন সদস্য,আমি চাই তোমরা বড় হও স্কাউটের নেতৃত্ব দাও তিনি আর ও বলেন স্কাউটিংয়ের পাশাপাশি বাবা মায়ের সাথে ও ভালো ব্যাবহার করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন আমি প্রথমে গভীর ভাবে স্বরণ করছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রান হারিয়েছে।এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি।স্কাউট হচ্ছে একটা সেচ্ছাসেবী সংগঠন।আমাদের সকল'কে সৎ থাকতে হবে সততাই হলো আমাদের মূল শক্তি।আমরা দেখছি ঈদুল ফিতরে শহরের যানজট নিরসনে স্কাউট সদস্যদের ভূমিকা ছিলো অতুলনীয়। স্কাউটিংয়ের পাশাপাশি পড়াশোনা ও মনোযোগী হতে হবে।
হিলাশা সিটি ওপেন স্কাউট গ্রুপের সহ-সভাপতি পি এম বিল্লালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক,মৃদল কান্তি,বক্তব্য রাখেন চাঁদপুর জেলা রোভার স্কাউটের সম্পাদক,নজরুল ইসলাম,প্রোগ্রাম চিফ,সফিউল আলম,ক্যাম্প পরিচালক, গ্রুপ সম্পাদক অধ্যাপক মোঃ ওয়ালিদ হোসেন খান সি এ এল টি এই সময় উপস্থিত ছিলেন হিলশা সিটি ওপেন স্কাউট গ্রুপের যুগ্ম-সম্পাদক জি এস,জয়ন্তী ভৌমিক,কামরুন্নাহার বিউটি,মোঃ রাহাদ উদ্দিন এইচ এম জাকির,রোভার যুগ্ম-সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ নুরে আলম প্রমুখ।