বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম (পিন্টু) প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন।গতকাল মঙ্গলবার ২৪ ইং ডিসেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–২–এর জেল সুপার আল মামুন।২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।এ মামলায় খালাস পেয়েছেন আবদুস সালাম।বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে ১ ডিসেম্বর এ রায় দেয়া হয়।
আজ সকালে জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২'তে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাঁকে মুক্তি দেয়া হয়।কারাগারের প্রধান ফটক থেকে স্বজনেরা তাকে নিয়ে যান।তিনি ১৯৯১,১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারি ও ২০০১ ইং সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান।২০০৮ ইং সালের জানুয়ারিতে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়।তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।