ঢাকা | বঙ্গাব্দ

আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অফিস

দেশের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমেছে।ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।গতকাল
  • আপলোড তারিখঃ 23-08-2024 ইং
আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অফিস ছবির ক্যাপশন: আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অফিস
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

দেশের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমেছে।ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।গতকাল শুক্রবার ২৩ শে আগস্ট এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ ড.মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব,হরিয়ানা,উত্তর প্রদেশ,বিহার,পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।মৌসুমী বায়ু বাংলাদেশেরউপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

আগামীকাল শনিবার ২৪ শে আগস্ট রংপুর,রাজশাহী,ঢাকা,ময়মনসিংহ,খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার ২৫ শে আগস্ট খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর,রাজশাহী,ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার ২৬ শে আগস্ট রংপুর,রাজশাহী,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।আজ শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১৭৬ মিলিমিটার।সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ