ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে ডিবি'র এসআই ফারুকের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ চার গ্রেফতার

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই
  • আপলোড তারিখঃ 25-12-2024 ইং
গোপালগঞ্জে ডিবি'র এসআই ফারুকের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ চার গ্রেফতার ছবির ক্যাপশন: গোপালগঞ্জে ডিবি'র এসআই ফারুকের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ চার গ্রেফতার
কে এম সাইফুর রহমান,করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার  এসআই মোঃ ফারুক আলমের নেতৃত্বে এসআই জোবায়ের হোসেন,এসআই জুলফিকার আলী,এএসআই বিপ্লব মন্ডল, কনষ্টেবল লোকমান হোসেন, মাসুদ রানা, আরিফ হোসেন ও সোহেল মাহমুদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

ডিবি'র অভিযানে গত ২২ শে ডিসেম্বর বিকাল অনুমান সাড়ে ৪ টার দিকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম ওরফে দবু (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।সে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের তৈয়বুর রহমান শেখের ছেলে।গত ২৩ শে ডিসেম্বর ভোর সাড়ে ৫ টার দিকে গোপালগঞ্জ দেবগ্রাম জান্নাতুল ঘরোয়া হোটলের সামনে থেকে জোবায়ের হোসেন (২৬) পিতা- কামরুল হোসেন,সাং-করচাডাঙ্গা,থানা-জীবন নগর,জেলা-চুয়াডাঙ্গা ও এনামুল হক (৩৩) পিতা-আকরাম হোসেন,সাং কেশবপুর,থানা-মহেশপুর, জেলা ঝিনাইদহ দ্বয়কে ১৫৬ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। 

এছাড়া অদ্য ২৫ শে ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ শহরের সবুজবাগ বৈশাখী রোড এলাকা থেকে নুর আলম মোল্লা (৪৫),পিতা-মোফাজ্জল মোল্লা,সাং-আড়ুয়া কংশুর,থানা ও জেলা- গোপালগঞ্জকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

দেশের ১১টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে নতুন মুখ