মিজানুর রহমান মিলন,শাজাহানপুর,বগুড়া।
বগুড়া জেলার শাজাহানপুরে ঈদ পরবর্তী সময়ে সুবিধা বঞ্চিত শিশুদের এক অন্য রকম ঈদ আনন্দ এনে দিলেন ইউএনও মুহসিয়া তাবাসসুম।গতকালবৃহস্পতিবার ২০ ই জুন দুপুরে স্বপ্নপূরণ স্কুল মানিকদিপা শাখা পরিদর্শন শেষে গ্রামের শিশুদের নিয়ে আনন্দ উৎসব এবং ভালো মানের খাবার পরিবেশন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম,গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের উদ্দেশ্যে দেশপ্রেম,নৈতিক শিক্ষা,শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগাতে উপদেশ মূলক আলোচনা করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া,গন্যমান্য ব্যক্তি,শিক্ষিকা আফরুজা আকতার,মরিয়ম প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য-স্বপ্নপূরণ স্কুল টি ১৮টি শাখায় স্কুলের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত কাজ করে যাচ্ছে।