ঢাকা | বঙ্গাব্দ

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ঈদ উৎসব পালন করলেন ইউএনও মুহসিয়া তাবাসসুম

সুবিধা, বঞ্চিত ,শিশু, নিয়ে ,ইউএনও,ঈদ ,উৎসব, পালন, করলেন , মুহসিয়া, তাবাসসুম
  • আপলোড তারিখঃ 21-06-2024 ইং
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে  ঈদ উৎসব পালন করলেন ইউএনও মুহসিয়া তাবাসসুম ছবির ক্যাপশন: সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ঈদ উৎসব পালন করলেন ইউএনও মুহসিয়া তাবাসসুম

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর,বগুড়া।


বগুড়া জেলার শাজাহানপুরে ঈদ পরবর্তী সময়ে সুবিধা বঞ্চিত শিশুদের এক অন্য রকম ঈদ আনন্দ এনে দিলেন ইউএনও মুহসিয়া তাবাসসুম।গতকালবৃহস্পতিবার ২০ ই জুন দুপুরে স্বপ্নপূরণ স্কুল মানিকদিপা শাখা পরিদর্শন শেষে গ্রামের শিশুদের নিয়ে আনন্দ উৎসব এবং ভালো মানের খাবার পরিবেশন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম,গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের উদ্দেশ্যে দেশপ্রেম,নৈতিক শিক্ষা,শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগাতে উপদেশ মূলক আলোচনা করেন।


এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া,গন্যমান্য ব্যক্তি,শিক্ষিকা আফরুজা আকতার,মরিয়ম প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য-স্বপ্নপূরণ স্কুল টি ১৮টি শাখায় স্কুলের মাধ্যমে  সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত কাজ করে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ