ঢাকা | বঙ্গাব্দ

কোটালীপাড়া পৌর মার্কেটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

গোপালগঞ্জের কোটালীপাড়ার পৌর মার্কেট পরিদর্শন
  • আপলোড তারিখঃ 26-12-2024 ইং
কোটালীপাড়া পৌর মার্কেটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছবির ক্যাপশন: কোটালীপাড়া পৌর মার্কেটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
কে এম সাইফুর রহমান,করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের কোটালীপাড়ার পৌর মার্কেট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান ও জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।বড়দিন উপলক্ষে গতকাল বুধবার ২৫ শে ডিসেম্বর বিকালে রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী চার্চ পরিদর্শন শেষে তারা কোটালীপাড়া পৌর মার্কেট চত্ত্বরে এসে পৌঁছালে সেখানে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার।পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাম্প্রতিক সময়ে মার্কেটের সৌন্দর্যবর্ধন উপভোগ করেন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। 

এ সময় মার্কেটের উন্নয়নে জেলা প্রশাসক পৌর প্রশাসককে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।এ ছাড়াও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং দ্রুত তা সমাধানের আশ্বাস দেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম,গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুসুফিয়ান মাহবুব,অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,পৌর সচিব পিযুষ কান্তি বিশ্বাস,সহকারী প্রকৌশলী রাজীব ভক্ত,পৌর মার্কেট কমিটির সভাপতি জুয়েল শেখ,সাধারন সম্পাদক বশির বিন সামসুদ্দিন সহ জেলা,উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ ও নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

দেশের ১১টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে নতুন মুখ