ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৯জনের মৃত্যু

কক্সবাজার, উখিয়া, রোহিঙ্গা ,শিবির, পাহাড়, ধসে ,জন, মৃত্যু
  • আপলোড তারিখঃ 19-06-2024 ইং
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৯জনের মৃত্যু ছবির ক্যাপশন: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৯জনের মৃত্যু (ফাইল ছবি)

জেলা করেসপন্ডেন্ট,কক্সবাজার।


প্রবল বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার ৪টি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৯জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ৮জন রোহিঙ্গা ও একজন স্থানীয়।অদ্য বুধবার ১৯ শে জুন ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়ার বালুখালীর ৮ নাম্বার রোহিঙ্গা শিবিরের মোঃ আনোয়ারের ছেলে মোঃ হারেজ  (৫),৯ নাম্বার রোহিঙ্গা শিবিরে বসবাসরত চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের আলী জহুরের ছেলে মোঃ হোসেন আহম্মেদ (৫০),একই শিবিরের রোহিঙ্গা আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮),জামালের ছেলে মোঃ সালমান (৩),১০ নাম্বার বালুখালী রোহিঙ্গা শিবিরের আবুল কালাম (৫৭),মতির রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২),আবুল কালামের ছেলে আবু মেহের (২৪),শরিফ হোসেনের মেয়ে জানু বিবি (১৯) ও থাইংখালীর ১৪ নাম্বার রোহিঙ্গা শিবিরের শাহা আলমের ছেলে আব্দুল করিম (১২)।


কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ শামসু দ্দৌজা জানান প্রবল বর্ষণের কারণে উখিয়ার ৪টি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটে।এতে ৮জন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা মৃত্যু বরন করেন।  



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ