ঢাকা | বঙ্গাব্দ

ঢাকাগামী নকশিকাঁথা,বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেসের রুট পরিবর্তন সিদ্ধান্ত বাতিল প্রসঙ্গে স্মারকলিপি প্রদান

গতকাল ১২ ই নভেম্বর মঙ্গলবার কুষ্টিয়ার জনসাধারণ
  • আপলোড তারিখঃ 13-11-2024 ইং
ঢাকাগামী নকশিকাঁথা,বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেসের রুট পরিবর্তন সিদ্ধান্ত বাতিল প্রসঙ্গে স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন: ঢাকাগামী নকশিকাঁথা,বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেসের রুট পরিবর্তন সিদ্ধান্ত বাতিল প্রসঙ্গে স্মারকলিপি প্রদান
মাহাফুজ আনাম সিনহা,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া। 

গতকাল ১২ ই নভেম্বর মঙ্গলবার কুষ্টিয়ার জনসাধারণ কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।কুষ্টিয়া অঞ্চলের  জনসাধারণ এর পক্ষে  স্মারকলিপিতে উল্লেখ করেন,খুলনা-ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস,বেনাপোল-ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ও খুলনা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটারের বর্তমান রুট পরিবর্তন সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।যা একটি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছে অত্র অঞ্চলের জনসাধারণ।পোড়াদহ-কুষ্টিয়া-রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটটি অত্যন্ত ব্যস্ততম একটি রুট।এবং এ রুটে বর্তমানে ৩টি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন এবং একটি কমিউটার ট্রেন থাকা সত্ত্বেও প্রচুর যাত্রীচাপ লক্ষ্য করা যায়।যাত্রী চাপে মাঝে মাঝে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসের কোচ ড্যামেজের সংবাদ পাওয়া যায়।এমতাবস্থায় ২টি আন্তঃনগর ও একটি কমিউটার ট্রেন (মোট তিনটি ট্রেন) এই রুট থেকে প্রত্যাহার করলে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছবে।

কুষ্টিয়ার জনসাধারণের দাবিঃ-

১) জনস্বার্থ বিরোধী ও জনভোগান্তিপূর্ণ এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ট্রেনের রুট বাতিল চলবে না।
২) যদি বিদ্যমান ট্রেনত্রয়ের রুট পরিবর্তন করতেই হয়। তবে অত্র অঞ্চলের জনসাধারণের সুবিধা বিবেচনায় ঢাকাগামী ও খুলনাগামী নতুন ট্রেন চালু করতে হবে। 
৩) রুট পরিবর্তন করার পূর্বে রাজবাড়ী, কুষ্টিয়া রুটে নতুন ট্রেন দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। 
৪) জনস্বার্থ বিবেচনায় নিয়ে আগামী ৫ কার্যদিবস এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের বিষয়ে সুস্পষ্ট বিবৃতি পেশ করতে হবে।

 (তথ্যসূত্রঃ যমুনা টিভি, ঢাকা পোস্ট)


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ