ঢাকা | বঙ্গাব্দ

শেখ শফি উদ্দিন কমার্স কলেজের উদ্যোগে এমপি অ্যাডঃ মতিয়ার'কে সংবর্ধনা

শেখ, শফি, উদ্দিন, কমার্স, কলেজ, উদ্যোগ, এমপি, অ্যাডঃ, মতিয়ার,সংবর্ধনা
  • আপলোড তারিখঃ 26-05-2024 ইং
শেখ শফি উদ্দিন কমার্স কলেজের উদ্যোগে এমপি অ্যাডঃ মতিয়ার'কে সংবর্ধনা ছবির ক্যাপশন: শেখ শফি উদ্দিন কমার্স কলেজের উদ্যোগে এমপি অ্যাডঃ মতিয়ার'কে সংবর্ধনা

ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।


লালমনিরহাট-৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান'কে সংবর্ধনা দিলো লালমনিরহাটের শেখ শফি উদ্দিন কমার্স কলেজ।অদ্য রবিবার ২৬ শে মে ২০২৪ইং সকালে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।সকাল থেকে কলেজের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ, এন্তাজুর রহমান এঁর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-৩ সদর আসনের সংসদ সদস্য অ্যাডঃ মতিয়ার রহমান।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন,জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, প্রতিষ্ঠাতা অত্র কলেজ  ও সভাপতি চেম্বার অব কমার্সের শেখ আব্দুল হামিদ বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (সদর) লিপিকা দত্ত,হারাটির চেয়ারম্যান,সিরাজুল রানা,বত্রিশ হাজারী স্কুলের প্রধান শিক্ষক মোহসেনা বেগম মিনা,মাইক্রোসফটয়ার'র সি,ই,ও জাহাঙ্গীর সরকার ও কলেজ শিক্ষার্থীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ