ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরের হাজীগঞ্জের ১০ নং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির আত্ম-প্রকাশ

মানবিক ও আদর্শ ইউনিয়ন পরিষদ গঠনে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১০ নং
  • আপলোড তারিখঃ 08-10-2024 ইং
চাঁদপুরের হাজীগঞ্জের ১০ নং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির আত্ম-প্রকাশ ছবির ক্যাপশন: চাঁদপুরের হাজীগঞ্জের ১০ নং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির আত্ম-প্রকাশ
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

মানবিক ও আদর্শ ইউনিয়ন পরিষদ গঠনে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি'র আত্মপ্রকাশ হয়েছে।সংগঠনের আত্ম-প্রকাশ উপলক্ষে গত ২৭ শে সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ- শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রাজধানীর পূর্ব তেজতুরি বাজার,কাওরান বাজারস্থ হোটেল ষ্টুডিও ২৩, এ  এক  জমকালো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উক্ত ১০ নং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আলোচনা সভা আয়োজন করা হয়।উক্ত সভায় সামজকর্মী, শিল্প উদ্যক্তা,প্রকৌশলী,ব্যবসায়ী,পেশাজীবি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গসহ উক্ত ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।

সকলের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠিত হয়।সম্মানিত উপদেষ্টা যথাক্রমে ড. ইকবালুর রহমান,ড.শাহ মিরান,সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার,মোঃ দেলোয়ার হোসেন,অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া,মোঃ মোফাজ্জল হোসেন,প্রফেসর মোঃ শহিদুল্লাহ ও লায়ন জিএম ইমাম হোসেন ইমন।উক্ত আলোচনা সভায় সকলের মতামতে ২১ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্য-নির্বাহী কমিটির সদস্যরা হলোঃ-যথাকক্রমে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ রেজওয়ানুল হাসান (সভাপতি),আলহাজ্ব মোঃ আবুল খায়ের (সহ-সভাপতি),দ্বীন মোহাম্মদ পাটোয়ারী মারুফ (সহ-সভাপতি),ডাঃ এমএইচআর রেজাউল করিম (সহ-সভাপতি),আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম (সাধারণ সম্পাদক), আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম খাঁন (যুগ্ম সাধারণ সম্পাদক),মোঃ বিল্লাল হোসেন (অর্থ সম্পাদক),আহমদ খাঁন (সাংগঠনিক সম্পাদক),মোঃ বেলায়েত হোসেন (সমাজ কল্যাণ সম্পাদক),ইঞ্জিনিয়ার মীর মোঃ রাসেল খাঁন (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক),গৌতম চন্দ্র মজুমদার (সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক),মোঃ বেলায়েত হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক),মোঃ জহিরুল ইসলাম আকন্দ (শিক্ষা ও প্রকল্প সম্পাদক),এডভোকেট মোঃ মাসুদ আলম (আইন বিষয়ক সম্পাদক),এইচএম এডভোকেট দিদার আলম (দপ্তর সম্পাদক)।

কার্য-নির্বাহী সদস্যরা হলোঃ- সৈয়দ মোহাম্মদ মর্তুজা কামাল,মোঃ সালাউদ্দিন কাদের,মোঃ জসিম উদ্দিন, মুহাম্মাদ শাহ্ জালাল খান ও মুহাম্মদ নুরুন্নবী।উক্ত সভায় ১০ নং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি'র উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ