ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

লালমনিরহাট, বত্রিশ, হাজারী, উচ্চ ,বিদ্যালয়, কবি ,নজরুল ,ইসলাম, জন্মজয়ন্তী ,উদযাপন
  • আপলোড তারিখঃ 03-06-2024 ইং
লালমনিরহাটে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন ছবির ক্যাপশন: লালমনিরহাটে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

ফারুক আহমেদ সূর্য জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।


অসাম্প্রদায়িক চেতনায় ''কবি  নজরুল ইসলাম'' প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাট বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে হামদ্-নাত,কবিতা আবৃত্তি,নজরুল সংগীত ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।অদ্য সোমবার ৩ রা জুন সকাল ১১ টার দিকে দ্বিতল স্কুল অডিটোরিয়ামে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের সংগীত একাডেমির আয়োজনে নজরুলের জীবনীর উপর পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা বেগম মিনা।


এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত,শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান,গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমানসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ