মোঃ রনি বাবু,করেসপন্ডেন্ট,কালাই,
জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিবসমূদ্র গ্রামে গতকাল ২রা সেপ্টেম্বর ২০২৪ ইং রবিবার আনুমানিক সময় দুপুর ১২ টায় বাড়ীর জায়গা নিয়ে মাত্রাই ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর আলম পিতা মোসলিম হাজী ও নুর আলমের ছেলে রানা, মৃতঃ আব্দুস সামাদের মেয়ে জরিনা, মেরিনা ও মর্জিনার সাথে ব্যাপক বাকবিতন্ডা হয়।
ঐ সময় মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং জালাল বাড়িতে ছিলেন না।সন্ধ্যার সময় তারা বাড়িতে ফেরলে তার উক্ত তিন বোন অত্র আব্দুর রউফ ও জালালকে মাত্রাই ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি নুর আলম ও তার ছেলে রানার অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারের কথা জানালে উল্লেখিত আব্দুর রউফ ও জালাল একই তারিখে সন্ধা প্রায় সাড়ে ৭ টার সময় উক্ত আওয়ামীলীগের সভাপতির কাছে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারের বিষয়টি জানতে গেলে হঠাৎ অতর্কিতভাবে নুর আলম ও তার ছেলে বড় ধারালো হাসুয়া ও ছোরা দিয়ে এলোপাথারিভাবে সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফের মাথায় চরমভাবে আঘাত হানে এবং তার ভাই জালালের ডাইন কাধের উপরে কোপ দেওয়ায় কাধ হসকিয়ে যায়,জরিনার মাথায় ও হাতে,মেরিনার মাথায় এবং মর্জিনার নাকের উপরে আঘাত করেন।
ঘটনাটি ঘটেছে মাত্রাই ইউনিয়নের বলিশিবসমূদ্র গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বে।এলাকা সূত্রে জানা যায় উক্ত নুর আলম ও তার ছেলে রানা অত্যন্ত বদমেজাজি।আহতদের স্থানীয়রা নিকটস্থ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত ৯ টা ২২ মিনিটে ভর্তি করান।
উক্ত আব্দুর রউফ ১ নং কেবিনে,শিশু ওয়ার্ডে ৩ নং বিছানায় মর্জিনা ও ৭ নং বিছানায় জরিনা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।জালাল ও মেরিনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।