ঢাকা | বঙ্গাব্দ

মিরপুর উপজেলা হোসনে -আরা আদর্শ বালিকা মাদ্রাসা শুভ উদ্বোধন

মিরপুর, উপজেলা ,হোসন, আরা ,আদর্শ ,বালিকা ,মাদ্রাসা, শুভ, উদ্বোধন
  • আপলোড তারিখঃ 14-06-2024 ইং
মিরপুর উপজেলা হোসনে -আরা আদর্শ বালিকা মাদ্রাসা শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: মিরপুর উপজেলা হোসনে -আরা আদর্শ বালিকা মাদ্রাসা শুভ উদ্বোধন

মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।


কুষ্টিয়া মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে  হোসনে-আরা আদর্শ বালিকা মাদ্রাসার ভিত্তি শুভ উদ্বোধন করা হয়েছে।অদ্য শুক্রবার ১৪ ই জুন সকালে ১০ টাই  সাতবাড়িয়া গ্রামে  হোসনে-আরা আদর্শ বালিকা মাদ্রাসাটি উদ্বোধন করা হয়।ইদ্রিস আলি বিশ্বাস মাদ্রাসার মুহাদ্দিস ও উলামা পরিষদের সেক্রেটারি পীরে কামেল আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম নদভী সাহেব,সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসাটি উদ্বোধন করেন মিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হালিম সাহেব।


উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম (সাইদুল)  ও প্রধান মেহমান পীরে কামেল আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম নদভী সাহেব।


আরো ছিলেন বিশেষ মেহমান-হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল রউফ সাহেব ও পীরে কালেম আলহাজ্ব হযরত মাওঃ মুফতি মুক্তারুজ্জামান সাহেব এবং (মিরপুর প্রেসক্লাব এমপিসির সদস্য সাংবাদিক মামুন বিশ্বাস)  সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।আলোচনা শেষে মাদ্রাসার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা,দেশের সকল মানুষ যাতে সুখে-শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারে এবং দেশের উন্নয়ন ত্বরাণ্বিত হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া ও রহমত কামনা করেছেন।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক  হাফেজ মাওঃ মুফতি ইয়াকুব বিন আজমল।





নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ