সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
চট্টগ্রাম নগরীর হালিশহরের নিজের দোকানের গুদাম থেকে আবু মোতালেব (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।অদ্য শুক্রবার ১৪ ই জুন বিকলে ৩টার দিকে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে দোকানটির গুদাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আবু মোতালেব (৩৫) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বাসিন্দা।তিনি পরিবার নিয়ে হালিশহর এলাকার জাহানারা ম্যানশন নামে একটি ভবনে থাকতেন।হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন দুপুরে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি।দুই থেকে ৩দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।মরদেহের শরীরে একটু পচন ধরেছে।
তিনি আরও বলেন যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটা ছিল দোকানের গুদাম।মোতালেব সে দোকানের মালিক।তার শরীরেতেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ময়ন তদন্তের জন্য তার মরদেহ একটু আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।