কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ।
গোপালগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা,গোপালগঞ্জ-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ড.শেখ ফজলুল করিম সেলিমের বিশেষ উদ্যোগে গোপালগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।অদ্য বৃহস্পতিবার ২০ শে জুন সকাল ১০টায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম।
গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় সকাল ১০ টায় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক ডাঃ নেওয়াজ মোহাম্মদ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাঃ মোঃ বায়োজিদ হোসাইন (নেফ্রোলজি),ডাঃ মোঃ নজরুল ইসলাম,ডাঃ দেবব্রত ঘোষ,ডাঃ আব্দুর রহমান,ডাঃ নাসিদ হোসেন ভুঁইয়া,ডাঃ ফাতেমাতুজ জোহরা প্রমুখ এ মেডিক্যাল ক্যাম্পে অংশ নেন।মেডিকেল ক্যাম্পে আগত গরীব-দুঃখী ও অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান,বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলী (লেকু),সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার,বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদ খান,কাবুল শেখ,দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাউজ শেখ সহ গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান ডাঃ নজরুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পিংয়ে অংশ নেওয়া সকল চিকিৎসকগণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।