ঢাকা | বঙ্গাব্দ

দিল্লীতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে লাল গালিচা সংবর্ধনা

দিল্লী, রাষ্ট্রপতি, ভবন, প্রধানমন্ত্রী, শেখ, হাসিনা,লাল ,গালিচা ,সংবর্ধনা
  • আপলোড তারিখঃ 22-06-2024 ইং
দিল্লীতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে লাল গালিচা সংবর্ধনা ছবির ক্যাপশন: দিল্লীতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে লাল গালিচা সংবর্ধনা

কূটনৈতিক করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।


ভারতের ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।দিল্লি সফরের দ্বিতীয় দিনে অদ্য শনিবার ২২ শে জুন সকালে এ সংবর্ধনা দেওয়া হয়।এ সময় দেশনেত্রী,জননেত্রী বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এরপর শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।


এদিকে স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় হওয়ার কথা রয়েছে।পরে দুই দেশের সরকার প্রধানের যৌথ বিবৃতিতে বিস্তারিত জানানোর কথারয়েছে।আজ শনিবার বিকালে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে হবে একান্ত সাক্ষাৎ।সফর শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লিরপালাম বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ