ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
লালমনিরহাটে ২১ থেকে ২৩ শে জুন পর্যন্ত ৩ দিনব্যাপী লোক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) এ উৎসবের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ও লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাটের পৌর মেয়র রেজাউল করিম স্বপন,লেখক ও গবেষক সমাজসেবী ফেরদৌসী বেগম বিউটি,কবি নিশিকান্ত রায়,নাট্যকার মাখন লাল দাস,বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব রাওয়ানা মার্জিয়া ও কবি সাংবাদিক ফারুক আহমেদ সূর্যসহ অন্যরা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত উৎসবের সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।উৎসব চলাকালে স্থানীয় ও আঞ্চলিক শিল্পী ও সংগঠন সমূহ রংপুর অঞ্চলের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত ভাওয়াইয়া,পালাগানসহ অন্যান্য লোকজ গান, নৃত্য ও নাটক পরিবেশন করা হয়।