ঢাকা | বঙ্গাব্দ

শামসুল হক টুকু,প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকত গ্রেফতার

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু,সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়
  • আপলোড তারিখঃ 14-08-2024 ইং
শামসুল হক টুকু,প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকত গ্রেফতার ছবির ক্যাপশন: শামসুল হক টুকু,প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকত গ্রেফতার
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু,সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বুধবার ১৪ ই আগস্ট রাতে তাদের গ্রেফতার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায় গোপন সংবাদের ভিত্তিতে (ডিএমপি)'র খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তাদের পল্টন থানায় করা মামলায় গ্রেফতার করা হয়।  

এর আগে ৬ ই আগস্ট বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে আটকে দেওয়া হয়।গত ৫ ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে।এছাড়া জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।বাণিজ্যিক ব্যাংকে দেওয়া বিএফআইইউয়ের চিঠি সূত্রে গত মঙ্গলবার ১৩ ই আগস্ট এ তথ্য জানা গেছে।

এর আগে ১৩ ই আগস্ট সন্ধ্যার পর নৌপথে পালানোর সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়।তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ ই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোঃ শাহজাহান নামে এক হকার নিহত হওয়ার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ