ঢাকা | বঙ্গাব্দ

১৫ কোটি টাকার বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ ৪ সদস্য গ্রেফতার

রাজধানীতে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির চক্রের
  • আপলোড তারিখঃ 29-10-2024 ইং
১৫ কোটি টাকার বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ ৪ সদস্য গ্রেফতার ছবির ক্যাপশন: ১৫ কোটি টাকার বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ ৪ সদস্য গ্রেফতার
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

রাজধানীতে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলোঃ-হাজেরা বেগম,জাহাঙ্গীর আলম জীবন,আলিম শেখ ও মাসুদ রানা।এছাড়া অভিযানে প্রায় ১৫ কোটি টাকার জাল স্ট্যাম্প ও প্রায় ৪০ লাখ টাকার সরঞ্জাম জব্দ করা হয়েছে।আজ মঙ্গলবার ২৯ শে অক্টোবর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এস তথ্য জানান উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান। 

তালেবুর রহমান বলেন ফকিরাপুলে একটি প্রিন্টিং প্রেসে দীর্ঘদিন ধরেই এ চক্রটি জাল স্ট্যাম্প তৈরি করছিল।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার  করা হয়। তিনি আরও বলেন এ চক্রের প্রধান মোঃ মোজাম্মেল হক,যিনি হাজেরা বেগমের স্বামী।তাকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।চক্রটিতে আরও কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।

গ্রেফতারকৃতরা বিশেষ ক্যামিল দিয়ে কাগজে স্ট্যাম্পের ছাপ দিত এবং এটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান ও স্ট্যাম্প বিক্রেতাদের কাছে সরবরাহ করত।ফকিরাপুল থেকে আলিম শেখের দেওয়া তথ্যে মিরপুর,সাভার ও বিজয় সরণির অন্যান্য প্রিন্টিং প্রেসে অভিযান চালানো হয়।এ অভিযানে ১০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার মূল্যের মোট ৩৩ লাখের বেশি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে,যার বাজারমূল্য প্রায় ১৪ কোটি ৭৬ লাখ টাকা। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ