ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় বিএনপি নেতার অফিসে ঢুকে
  • আপলোড তারিখঃ 24-09-2024 ইং
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বিএনপি নেতাকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় বিএনপি নেতার অফিসে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে।স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।গতকাল মঙ্গলবার ২৪ শে সেপ্টেম্ব) সন্ধ্যা সাড়ে ৭টায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।আহত বিএনপি নেতা হলেন-ঢাকা মহানগর উত্তর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান (৫০)।

স্থানীয়রা জানান মঙ্গলবার সন্ধ্যার পর ২০-২৫ জমের একটি দল মুখে মাস্ক পড়ে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে চাঁদ উদ্যান বাড়ীর মালিক সমিতির অফিসে প্রবেশ করে।সেখানে গিয়ে বিএনপির ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নানকে কুপিয়ে গুরুতর আহত করে।পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠাই।কারা এমন ঘটনা ঘটিয়েছে জানতে চাইলে প্রত্যক্ষদর্শীরা জানান মুখোশ পড়া থাকায় কাউকে চেনা সম্ভব হয়নি।তবে তারা ধারণা করছেন হামলাকারীরা কিশোর গ্যাং গ্রুপের সদস্য।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ