বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল।
নাট্যজগতের অন্যতম ব্যক্তিত্ব মামুনুর রশীদের সহধর্মিণী গওহর আরা মামুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল মঙ্গলবার ১৭ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ।সংগঠনটি জানায় বুধবার জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে গওহর আরা মামুনের জানাজা হবে।এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে।সংগঠনটি গওহরের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।