ঢাকা | বঙ্গাব্দ

৩য় লিঙ্গ (হিজরা)'দের ধাক্কায় বাসের চাঁকায় পিষ্ট হয়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত

জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। ময়মনসিংহ জেলার ভালুকা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন।এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।অদ্য মঙ্গলবার ২ রা জুলাই দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভারাডোবা বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে
  • আপলোড তারিখঃ 02-07-2024 ইং
৩য় লিঙ্গ (হিজরা)'দের ধাক্কায় বাসের  চাঁকায় পিষ্ট হয়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন: ৩য় লিঙ্গ (হিজরা)'দের ধাক্কায় বাসের চাঁকায় পিষ্ট হয়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত

জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।


ময়মনসিংহ জেলার ভালুকা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন।এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।অদ্য মঙ্গলবার ২ রা জুলাই দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভারাডোবা বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে।হাইওয়ে পুলিশ সূত্র থেকে জানায় ঘটনার সময় ময়মনসিংহগামী ১টি বাসে উঠার চেষ্টা করছিলেন ঐ বৃদ্ধ।এসময় বেশ কয়েকজন ৩য় লিঙ্গ (হিজরা) একই বাসে উঠতে চাইলে চালকের সহকারী হিজড়াদের বাসে উঠতে বাধা দিলে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।এ সময় তাদের ধাক্কায় ঐ বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে সড়কের উপর ছিটকে পড়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।


প্রত্যক্ষদর্শীদের দাবী একদল হিজরা বাসে উঠার জন্য ধাক্কাধাক্কি শুরু করলে ঐ বৃদ্ধ লোক'টি সড়কে পড়ে যান।এসময় বাস ছেড়ে দিলে পিছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের নাম ঠিকানা এখনও যায়নি।তবে তার পরিচয় নিশ্চিত করে ইতি মধ্যে পিবিআই পুলিশ ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ