ঢাকা | বঙ্গাব্দ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ই জুলাই ৪ দিনের সফরে চীন যাচ্ছেন

আগামী ৮ থেকে ১১ ই জুলাই ৪ দিনের সফরে চীন যাচ্ছে দেশনেত্রী,জননেত্রী বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার ২ রা জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
  • আপলোড তারিখঃ 02-07-2024 ইং
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ই জুলাই ৪ দিনের সফরে চীন যাচ্ছেন ছবির ক্যাপশন: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ই জুলাই ৪ দিনের সফরে চীন যাচ্ছেন

কূটনৈতিক করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।


আগামী ৮ থেকে ১১ ই জুলাই ৪ দিনের সফরে চীন যাচ্ছে দেশনেত্রী,জননেত্রী বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার ২ রা জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।সাংবাদিকদের পররাষ্ট্র সচিব বলেন মাননীয় প্রধানমন্ত্রীর এবারের চীন সফরের বিনিয়োগ,আঞ্চলিক সহযোগিতা,রোহিঙ্গাসহ নানা ইস্যুতে আলোচনা হবে।তবে তিস্তা প্রকল্প নিয়ে কোনো কথা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সইসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা আসতে পারে।


তথ্যসূত্র জানায় প্রধানমন্ত্রী ৮ ই জুলাই বেইজিং পৌঁছবেন।৯ ই জুলাই তিনি সেদেশের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠক করবেন।আর ১০ ই জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা।


এছাড়া চীন সফরে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে যাচ্ছে।তারা সেখানে চীনা ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন।প্রধানমন্ত্রীর চীন সফর সামনে রেখে দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতি মধ্যেই ঢাকা সফর করেছে।লিউ জিয়ানচাও জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের জন্য প্রতীক্ষায় রয়েছে চীন।এই সফর সফল করতে উভয় পক্ষ কাজ করছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ