বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল।
বেশ কয়েক দিন ধরেই মালাইকা আরোরার সাথে অর্জুন কাপুরের সম্পর্ক ভাঙ্গা নিয়ে চলছে চর্চা।সম্প্রতি অভিনেতার জন্মদিনেও দেখা মেলেনিপ্রেমিকা মালাইকার।তারপরই অর্জুন কপুর সমাজিক যোগাযোগ মাধ্যমে অনুশোচনা ও যন্ত্রণার কথা লেখেন।পাল্টা ভালবাসার কথা লিখে ইঙ্গিত দেন অভিনেত্রী।গত কয়েক মাস ধরেই একসাথে দেখা যাচ্ছে না তাঁদের।তবে এবার ফের একই অনুষ্ঠানে হাজির হলেন তাঁরা।কিন্তু পাশাপাশি বসতে রাজি হননি।
সম্প্রতি মুম্বইয়ে একটি ফ্যাশন শো-এ যোগ দেন অর্জুন-মালাইকা।একসময়ে যাঁরা একে অপরকে ছাড়া থাকতেন না,তাঁরাই পাশপাশি বসতে অস্বস্তি বোধ করলেন।সম্প্রতি সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।যদিও অনুষ্ঠান কক্ষ ছেড়ে বেরানোর সময় আলোকচিত্রী ও সাধারণ মানুষের ভিড় ঠেলে মালাইকাকে গাড়ি অবধি যাওয়ার রাস্তা করে দেন অর্জুনই।
তবে তাঁর দিকে একবার পিছনে ফিরেও তাকাননি মালাইকা,বরং সটান গাড়িতে উঠে পড়েন।এরপর থেকে নেটিজেনদের একাংশের জল্পনা,হয়তো সত্যিই একেবারেই শেষ হয়ে গিয়েছে তাঁদের সম্পর্ক,তবে অনুরাগীদের কেউ কেউ এখনও আশায় রয়েছেন।মালাইকা ও অর্জুন বিগত ৫ বছর ধরে সম্পর্কে ছিলেন।আচমকা তাঁদের বিচ্ছেদের খবরে হতবাক ভক্ত-অনুরাগীরা।অভিনেত্রীর ম্যানেজার অবশ্য ঘনিষ্ঠ মহলে তাঁদের প্রেম ভাঙ্গর খবর অস্বীকার করেছেন।তবু পোস্ট ও পাল্টা পোস্টে যেন জল্পনা জিইয়ে রাখতে চাইছেন অর্জুন-মালাইকা।