বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
জাতীয় সংসদের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ৪ বছর হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।এছাড়া সিটি কর্পোরেশন,পৌরসভাসহ সব স্থানীয় সরকারের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ৩ বছর করার পক্ষে তিনি।অদ্য বুধবার ৩০ শে অক্টোবর দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সাথে এক মত-বিনিময়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন সিটি কর্পোরেশন,পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হলেও এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেনি সরকার। সময়মতো এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে।বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।