ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত,আহত ৪জন

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় দুই অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।আহত হয়েছেন
  • আপলোড তারিখঃ 01-08-2024 ইং
লালমনিরহাটে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত,আহত  ৪জন ছবির ক্যাপশন: লালমনিরহাটে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত,আহত ৪জন (প্রতীকী ছবি)

ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।


লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় দুই অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।আহত হয়েছেন কলেজ ছাত্রীসহ ৪জন।গত বুধবার ৩১শে জুলাই বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ পাটগ্রাম উপজেলার সরকারের হাটের মুসলিমপাড়ার বাসিন্দা।


আহতরা হলেন হাতীবান্ধা উপজেলার দিঘিরহাট এলাকার সামছুল হক (৪০),আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের স্কুল শিক্ষক আলম মিয়ার মেয়ে রংপুর সরকারী সিটি বলেজের শিক্ষার্থী ইসরাত জাহান ইভা(১৮) ও একই কলেজের শিক্ষার্থী রংপুর সিগারেট কোম্পানী এলাকার লিজা আক্তার(১৮) ও আদিতমারী এলাকার সাইদ মিয়া(৫৫)।পুলিশ ও স্থানীয়রা জানান কাকিনা থেকে আদিতমারী আসছিল যাত্রীবাহি একটি অটোরিকসা অপর দিক লালমনিরহাট থেকে কাকিনা যাচ্ছিল অপর একটি যাত্রীবাহি অটোরিকসা।সোনালী ব্যাংক এলাকায় পৌছলে দুই অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ৫জন আহত হয়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধ আব্দুল আজিজকে মৃত ঘোষনা করেন।অপর ৪জনকে ভর্তি করা হয়েছে।আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ