ঢাকা | বঙ্গাব্দ

হাকিমপুরে বিবাহ দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

গত শুক্রবার বিকাল ৫ টায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে আতিয়ার রহমান ১২ বছর বয়সী মেয়েকে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
  • আপলোড তারিখঃ 13-07-2024 ইং
হাকিমপুরে বিবাহ দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ছবির ক্যাপশন: হাকিমপুরে বিবাহ দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

মাহবুব হোসেন মেজর,করেসপন্ডেন্ট,হাকিমপুর,দিনাজপুর।


গতকাল শুক্রবার বিকাল ৫ টায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে আতিয়ার রহমান ১২ বছর বয়সী মেয়েকে বাল্য বিবাহ দেওয়ারঅপরাধে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেন।মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া প্রর্যন্ত স্বামীর বাড়িতে যেতে পারবে না এই বলে একটি মুচলেকা নিয়ে মেয়ের বাবা আতিয়চর রহমানকে ছেড়ে দেন।


বিষয়টি রাত আটটায় উপজেলা প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়।এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান কাওসার রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ অনেকেই  উপস্থিতি ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় স্থানীয় সাংবাদিকদের জানান হাকিমপুরের ১ নম্বর খট্রামাধবপাড়া ইউনিয়নের ১ নম্বর ওর্য়াডে চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে আতিয়ার রহমান তার ১২ বছর বয়সি এক কিশোরী মেয়েকে বিরামপুরের ছেলের সাথে বাল্যবিবাহ দিয়েছেন।গোপনে এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ