ঢাকা | বঙ্গাব্দ

৯ দফা দাবীতে লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ

লালমনিরহাটে জেলার কালীগঞ্জ উপজেলা কাকিনা বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে কোটা আন্দোলনকারীরা।অদ্য শনিবার ৩ রা
  • আপলোড তারিখঃ 03-08-2024 ইং
৯ দফা দাবীতে লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ ছবির ক্যাপশন: ৯ দফা দাবীতে লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ

ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ লালমনিরহাট।


লালমনিরহাটে জেলার কালীগঞ্জ উপজেলা কাকিনা বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে কোটা আন্দোলনকারীরা।অদ্য শনিবার ৩ রা আগষ্ট বেলা ১১ টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি অপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর বাংলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাফিজ চত্ত্বর এলাকা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হাফিজ চত্ত্বরে এসে অবস্থান নেয়।


এর ফলে মহা সড়কের দুপাশে শতাধিক গাড়ী চলাচল প্রায় ২ঘন্টা বন্ধ হয়ে যায়।শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবক এসেছেন।তাঁরা এক সাথে স্লোগান দিচ্ছেন।দু-একজন ছাতা আনলেও এক-তৃতীয়াংশ আন্দোলনকারী মাথায় পলিথিন বেঁধে বৃষ্টিতে বিক্ষোভ করছেন।তবে এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন তৎপরতা দেখা যায়নি।শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ