ঢাকা | বঙ্গাব্দ

বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব প্যাকেজ ঘোষণা করেছে হাব

বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব প্যাকেজ ঘোষণা
  • আপলোড তারিখঃ 06-11-2024 ইং
বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব প্যাকেজ ঘোষণা করেছে হাব ছবির ক্যাপশন: বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব প্যাকেজ ঘোষণা করেছে হাব
ইসলামিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব প্যাকেজ ঘোষণা করেছে হজ্ব এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।সাধারণ প্যাকেজ ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ প্যাকেজ ৬ লাখ ৯৯ হাজার টাকা।অদ্য বুধবার ৬ ই নভেম্বর রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ্ব প্যাকেজ ঘোষণা করা হয়।এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।

হজ্ব এজেন্সি মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের প্যাকেজগুলোতে উন্নত সেবা ও সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য চেষ্টা করা হয়েছে।এদিকে সরকারিভাবে দু'টিপ্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ প্রত্যাখ্যান করেছে হাব।সরকার ঘোষিত সরকারি প্যাকেজে মক্কার মসজিদুল হারামের আশপাশের এক কিলোমিটারের মধ্যে থাকা বাড়ির জন্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং দেড় কিলোমিটারের মধ্যে থাকা বাড়ির জন্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে,বেসরকারি সাধারণ প্যাকেজের মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া, ২০২৫ সালের হজ্বে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব পালনের সুযোগ পাবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ