ঢাকা | বঙ্গাব্দ

শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

গতকাল ২৯ শে আগষ্ট বৃহস্পতিবার বিকেলে পৌরসভাধীন মেহার কালীবাড়িস্থ প্রেসক্লাবের
  • আপলোড তারিখঃ 29-08-2024 ইং
শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সৈয়দ মোঃ মোতাহার হোসেইন,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর।  

গতকাল ২৯ শে আগষ্ট বৃহস্পতিবার বিকেলে পৌরসভাধীন মেহার কালীবাড়িস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের পরিচালনায় বন্যার্ত জনসাধারণের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের কার্যকরী সদস্য অধ্যাপক মোঃ আবুল কালাম,বীর মুক্তিযোদ্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য  কাজী হুমায়ুন কবির,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও  সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বন্যার্ত জনগোষ্ঠীর মাঝে সপ্তাহ ব্যাপী উপহার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও প্রেসক্লাবের সভায় ঢাকা বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ  শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।প্রেসক্লাবের ২টি বিষয়ে নিন্দা প্রস্তাব ঞ্জাপন করা হয়।সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন তরুণ,ডাঃ দুলাল চন্দ্র ঘোষ,মাহবুব হাসান বাবলু,সৈয়দ মোঃ মোকাদ্দেছ হোসেন,ইমতিয়াজ সিদ্দিকী তোহা,মোঃ ফরিদ পাটোয়ারী,নুরে আলম,মোঃ গিয়াস উদ্দিন,মনিরুজ্জামান শান্ত,মোঃ ইউসুফ আলী,শামীম আহমেদ,শাখাওয়াত হোসেন হ্নদয়,সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।উল্লেখ্য যে,শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৭০ হাজার পরিবার পানিবন্দী,১ শত ৬৭ টি আশ্রয় কেন্দ্রে ১ হাজার পরিবার আশ্রয় নিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ