ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)'এ আন্দোলরত চিকিৎসকদের সাথে বৈঠকে সমন্বয়করা

ঢাকা মেডিকেল কলেজে হামলার প্রতিবাদে কর্ম-বিরতিতে থাকা চিকিৎসকদের প্রতিনিধি পরিচালক
  • আপলোড তারিখঃ 01-09-2024 ইং
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)'এ আন্দোলরত চিকিৎসকদের সাথে বৈঠকে সমন্বয়করা ছবির ক্যাপশন: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)'এ আন্দোলরত চিকিৎসকদের সাথে বৈঠকে সমন্বয়করা
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

ঢাকা মেডিকেল কলেজে হামলার প্রতিবাদে কর্ম-বিরতিতে থাকা চিকিৎসকদের প্রতিনিধি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সাথে আলোচনায় বসেছেন সারজিস আলম,হাসনাত আব্দুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রোববার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন সারাদেশের চিকিৎসকরা।অদ্য ১ লা সেপ্টেম্বর দুপুরে এ ঘোষণা দেন তারা।এর আগে সকাল থেকে নিরাপত্তাহীনতায় কথা জানিয়ে ও হামলার বিচার চেয়ে চিকিৎসাসেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

শনিবার রাতে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে।এতে দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা।অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।ঐদিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেক গ্রুপ চাপাতিসহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতেনাতে চারজনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ।

পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের অনস্টপ ইমারজেন্সি সেন্টারে ভাংচুর চালায় রোগীর স্বজনরা। নিরাপত্তা শংকায় জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। আল্টিমেটামের ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান তারা। 





নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ