বিশেষ প্রতিবেদক,চাঁদপুর।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় শশুর বাড়ী থেকে এক গৃহবধূর রহস্যময় লাশ উদ্ধার করে পুলিশ।গত ১৪ ই ডিসেম্বর শনিবার রাতে এ ঘটনার পর রবিবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।জানাযায় উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের আঃ মান্নান মাষ্টারের ছেলে নাজাত ভূঁইয়া নিঃস্বর্গ (২৮) সাথে গত ২ বছর পূর্বে বিবাহ হয় একই এলাকার সাগর হোসেন চৌধুরীর মেয়ে সুমাইয়া আক্তার পায়েলের সাথে।
নিহতের বাবা সাগর হোসেন চৌধুরী বাদী হয়ে মেয়ের শশুর ও স্বামীকে আসামী করে মামলা দায়ের করেন।সেই মামলায় স্বামী নাজাত ভূঁইয়া নিঃস্বর্গকে পুলিশ আটক করেছে।বাকী আসামি শশুর মান্নান মাষ্টার ও মা জেসমিন বেগম ফলাতক রয়েছে।লিখিত অভিযোগ অনুযায়ী মেয়ের পরিবার বলেন ছেলে একজন মাদক সেবী,প্রতিরাতে নেশা করেএসে যৌতুকের জন্য তার স্ত্রীর গায়ে হাত তুলতো।এর আগেও তার আরো একজন স্ত্রীকে এ ভাবে ফাঁসিতে ঝুলে মেরেছে বলে অভিযোগ রয়েছে।এখন ২য় স্ত্রী সুমাইয়াকেও একই নাটক সাজিয়ে বাসার ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন আমরা লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।মেয়ের বাবার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে এবং বাকী আসামীদের ধরার চেষ্টা চলছে।