ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে মানুষের আস্থা অর্জন করাঃ ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে মানুষের আস্থা অর্জন করা বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ
  • আপলোড তারিখঃ 08-08-2024 ইং
অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে মানুষের আস্থা অর্জন করাঃ ড. মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে মানুষের আস্থা অর্জন করাঃ ড. মুহাম্মদ ইউনূস

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।


অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে মানুষের আস্থা অর্জন করা বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ বৃহস্পতিবার ৮ ই আগস্ট দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।ড. মুহাম্মদ ইউনূস বলেন নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল।আমাদের এগিয়ে যেতে হবে।যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা,তারা (সমন্বয়কেরা) দেশকে রক্ষা করেছে।দেশকে পুনর্জন্ম করেছে।


এ সময় কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে।যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে।এ ঘটনার মধ্য দিয়ে দেশে ২য় স্বাধীনতা এসেছে।ড. ইউনূস বলেন আমার উপর আস্থা রাখলে বলতে চাই কারও ওপর হামলা করা যাবে না।শিক্ষার্থীদের হাত ধরে ২য়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ,এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।


সহিংসতা-বিশৃঙ্খলা দেশের অগ্রগতির বড় শত্রু জানিয়ে তিনি বলেন প্রতিটি ভাই-বোনকে আমাদের রক্ষা করতে হবে।সরকারকে দেখে মানুষ ভয় পাবে না, তাদের বুক ফুলে উঠবে যে সরকার আমাদের সাহায্য করবে। 












নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ