নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেয়ের সাথে দেখা করতে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।গতকাল বৃহস্পতিবার ১০ ই অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ২টায় বিএনপি মহাসচিব অস্ট্রেলিয়া পৌঁছান বলে জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান সেখানে তাকে স্বাগত জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।এর আগে গত বুধবার ৯ ই অক্টোবর রাতে ঢাকার হজরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
শায়রুল কবির খান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডাঃ শামারুহ মির্জা একজন চিকিৎসা বিজ্ঞানী।২০০৬ ইং সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন।চিকিৎসক হলেও মূলত তিনি একজন নারী সংগঠক হিসেবে পরিচিত।