ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক-৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফকির পাড়া এলাকায় দেশীয় অস্ত্রসহ
  • আপলোড তারিখঃ 05-09-2024 ইং
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক-৩ ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক-৩
বদিউজ্জামান রাজাবাবুকরেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফকির পাড়া এলাকায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।গতকাল বৃহস্পতিবার ৫ ই আগষ্ট রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলে এ অভিযান।বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন রাব্বির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের উপস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামীরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকির পাড়া মহল্লার লালচাঁনের ছেলে মোঃ জাকির হোসেন,আমজাদ আলীর ছেলে মোঃ আলম ও মোঃ আইনাল হকের ছেলে মোঃ ইদুল।এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অবিস্ফোরিত ৩টি ককটেল,১টি রামদা,৫টি চাপাতি,১টি কাঠের বাটসহ চাকু, ১০টি ছোট চাকু ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামীদেরকে উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিলো নিউজ তৈরী পর্যন্ত।আটককৃতরা ভাড়াটিয়া হিসেবে টাকার বিনিময়ে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণ ঘটাতেন বলে তারা স্বীকার করেছেন।আসামীদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ