ঢাকা | বঙ্গাব্দ

সৌদি আরবে অভিযানে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান
  • আপলোড তারিখঃ 10-11-2024 ইং
সৌদি আরবে অভিযানে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার ছবির ক্যাপশন: সৌদি আরবে অভিযানে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।    

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত সপ্তাহে সৌদি আরবে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।গত ৩১ ই অক্টোবর থেকে ৬ ই নভেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। অদ্য রবিবার ১০ ই নভেম্বর গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয় অভিযানের সময় আবাসনের নিয়ম ভঙ্গের দায়ে ১১,৫২৩ জনকে ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের জন্য ৫,৭১১ জনকে গ্রেফতার করা হয়।আর ৩,৫৪৪ জনকে শ্রম আইন ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়।পাশাপাশি সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ১,৫৬৯ জনকে আটক করা হয়।  

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ২৪ শতাংশ ইয়েমেনি,৭৩ শতাংশ ইথিওপিয়ার এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।এছাড়াও সৌদি আরব থেকে পালানোর সময় ৬৩ জনকে গ্রেফতার করা হয়।অন্যদিকে অভিযানের সময় অবৈধ অভিবাসীদের পরিবহণ,আশ্রয় বা চাকরি দেওয়ার অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।আটক ২০,৩৬৩ জন প্রবাসীর মধ্যে ১৭,৯১৫ জন পুরুষ এবং ২,৪৪৮ জন নারী।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ