ঢাকা | বঙ্গাব্দ

শনিবার ৭ ই সেপ্টেম্বর খুলছে আশুলিয়ার পোশাক কারখানাগুলো

  • আপলোড তারিখঃ 06-09-2024 ইং
শনিবার ৭ ই সেপ্টেম্বর খুলছে আশুলিয়ার পোশাক কারখানাগুলো ছবির ক্যাপশন: শনিবার ৭ ই সেপ্টেম্বর খুলছে আশুলিয়ার পোশাক কারখানাগুলো
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  

ব্যাপক শ্রমিক বিক্ষোভের জেরে আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো বন্ধ রাখা হয়েছিল।তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শ্রমিকনেতা ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর শনিবার ৭ ই সেপ্টেম্বর খুলতে যাচ্ছে কারখানাগুলো।পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।গতকাল শুক্রবার ৬ ই সেপ্টেম্বর কারখানাগুলোতে চলমান অস্থিরতা নিয়ে বিজিএমইএর কার্যালয়ে দুই দফায় শিল্প মালিক,স্থানীয় রাজনৈতিক নেতা,বিভিন্ন সংগঠনের শ্রমিকনেতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক হয়।বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব,শ্রমিকনেতা মন্টু ঘোষ,নাজমা আক্তার প্রমুখ।

বৈঠক প্রসঙ্গে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন সব পক্ষই কারখানা সচল রাখার পক্ষে মত দিয়েছে।তারা বলেছে শিল্প বন্ধ রাখা কোনোভাবে কম্য নয়।উৎপাদন না হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসাও অন্যত্র চলে যাওয়ার শংকা থাকে।তিনি বলেন শ্রমিকনেতারা সাধারণ শ্রমিকদের কাজে ফিরতে আহবান জানিয়েছেন।কোনো দাবি-দাওয়া থাকলে মালিকপক্ষকে লিখিতভাবে জানানোর কথা বলেছেন।অন্যদিকে স্থানীয় রাজনৈতিক নেতারা বর্তমান পরিস্থিতিতে ঝুট ব্যবসা থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছেন।

আশুলিয়ায় আল মুসলিম ও নাসা গ্রুপের শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে ক্ষোভ রয়েছে।এই দুই গ্রুপের শ্রমিকেরা দাবি আদায়ে একাধিক দিন কর্মবিরতিও পালন করেন।এ বিষয়ে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন আমরা উভয় গ্রুপের মালিকদের সাথে কথা বলেছি। তাঁরা শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ